22 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় নোনা দাশ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নোনা দাশকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নগরীর পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক রূপন।

এর আগে সকাল সোয়া ৭টার দিকে পৌর সদরের বুড়ি পুকুর পাড় এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে  ছিটকে পড়েন তিনি।

নিহত নোনা দাশ বোয়ালখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী দাশপাড়ার মৃত সুধাংশু দাশের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে আছে।

আরও পড়ুন: বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. মাসুদ আলম জানান, গুরুতর আহত নোনা দাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।

আরও পড়ুন: জৈষ্ঠ্যপুরা যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার অনুপম দে বলেন, সকাল ৭টা ১০মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন গোমদণ্ডী স্টেশন ছেড়ে যায়।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ