বিএনএ, ঢাকা : রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সংঘর্ষের পর রেললাইনের ওপর বাসটি বিকল অবস্থায় পড়ে আছে। ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনগামী আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেসের সঙ্গে হালকা ঘষা লেগেছে। বর্তমানে বাসটি রেললাইনের ওপর আছে। সেটি সরানোর চেষ্টা করা হচ্ছে। রেলগেট খোলা থাকার কারণে আনুমানিক রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলে লাইন ক্লিয়ার হয়ে গেলে ট্রেন চলাচল আবার শুরু হবে।
বিএনএনিউজ/এইচ.এম।