19 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রমনার বটমূলে বোমা হামলা: সাক্ষ্যগ্রহণ শেষ

রমনার বটমূলে বোমা হামলা: সাক্ষ্যগ্রহণ শেষ

রমনার বটমূলে বোমা হামলা: সাক্ষ্যগ্রহণ শেষ

বিএনএ, ঢাকা(আদালত প্রতিবেদক): রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (২১ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। তাকে জেরার মাধ্যমেই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ। আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ২৭ মার্চ দিন ধার্য করেছেন। ২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সনের ১ বৈশাখ) ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ হারান ১০ জন।

ওই ঘটনার পর রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। ২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বিএনএ নিউজ/এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ