বিএনএ স্পোর্টস ডেস্ক: নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ভারতকে চাপে রেখেছে বাংলদেশের মেয়েরা। যষ্টিকার সঙ্গে এখন ক্রিজে আছেন রিচা ঘোষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান।
টস জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে ভারত। ১৪ ওভার না যেতেই দলটি তুলে ফেলে ৭২ রান। ১৫তম ওভারের শেষ বলে স্মৃতি মান্দানাকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন নাহিদা। তার শর্ট বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ধর পড়েন স্মৃতি।
২০২২ সালের আইসিসি মহিলা বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে ভারতীয় নারী ক্রিকেট দল। মঙ্গলবার (২২ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ম্যাচটি। ১২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান। ২৪ রান নিয়ে ব্যাটিং করছেন স্মৃতি ও ৩৫ রান নিয়ে ব্যাটিং করছেন শেফালী।
বাংলাদেশ একাদশ: শারমিন আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, ফাতিমা খাতুন ও জাহনারা আলম।
বিএনএনিউজ২৪/ এমএইচ