26 C
আবহাওয়া
৫:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে সেপটিক ট্যাংকে শিশুর মরদেহ !

গাজীপুরে সেপটিক ট্যাংকে শিশুর মরদেহ !

মরদেহ উদ্ধার

বিএনএ, গাজীপুর : গাজীপুর সদরের বাঘের বাজার বানিয়া চালা এলাকা থেকে সোমবার(২২ মার্চ )সকালে সেপটিক ট্যাংক থেকে শান্ত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।শান্ত ময়মনসিংহের গফরগাঁওয়ের চরম সলন্দ উত্তর নয়াপাড়া এলাকার মো:সাদেক আলীর ছেলে । বানিয়ারচালা বাঘের বাজার এলাকায় সে বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

স্থানীয় বাসিন্দারা জানান, সাদেক আলী বাঘের বাজার এলাকার আতাব উদ্দিন মুন্সীর বাড়িতে থাকতেন। তিনি বিভিন্ন কারখানার গেটে ঝাল মুড়ি এবং চটপটি বিক্রি করতেন। এলাকার কারো সঙ্গে তার পরিবারের কোন প্রকার শত্রুতা ছিল না। শান্ত ছেলেটিও অনেক সরল স্বভাবের ছিল ।

জয়দেবপুর থানার ওসি মামুন আল রশীদ জানান, খবর পেয়ে সোমবার সকালে বাঘের বাজার বানিয়ারচালা এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন তারা । তবে এ ব্যাপারে এখন পযন্ত’কেউ গ্রেফতার হয়নি।

তিনি বলেন আরও জানান, রোববার বিকাল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।এর মধ্যে সকালে এলাকাবাসী বাড়ির পাশের টয়লেটের সেপটিক ট্যাংকের টিনের ঢাকনা খুলে মরদেহ দেখতে পেয়ে জয়দেবপুর থানায় খবর দেয়।

বিএনএ/ এম.এস. রুকন ,ওজি 

Loading


শিরোনাম বিএনএ