22 C
আবহাওয়া
৩:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ২০০

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ২০০

করোনা আপডেট:২৪ ঘন্টায় করোনাশূন্য চট্টগ্রাম

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে করোনার সংক্রমণ বেড়েই চলছে । গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ২০০ জন। সোমবার (২২ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

সর্বশেষ নমুনা পরীক্ষায় ২০০ জন নতুন  করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৭৫১ জন। সর্বশেষ আক্রান্তদের মধ্যে নগরে ১৭১ জন এবং উপজেলায় ২৯ জন।

এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ক্লাব, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল-রেস্টুরেন্টগুলোতে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানসহ সব অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথির সমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রকাশ্য স্থানে সভা-সমাবেশ, ওরশ, মিলাদ মাহফিল, মহোৎসব ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ