স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে রেকর্ড ৭৬৮তম ম্যাচে নামার দিন দুই গোল করেছেন লিওনেল মেসি। তাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগায় ৬-১ গোলে জয় পেয়েছে দলটি। ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সায় জাভির থেকে এখন এক ম্যাচ বেশি খেলা ফুটবলার। এই জয়ে পয়েন্ট টেবিলে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমালেন মেসিরা। দুই দলের ব্যবধান ৪।
এদিন গ্রিজমান দলকে এগিয়ে নেওয়ার পর বিরতির আগে-পরে জোড়া গোলে ব্যবধান বাড়ান সের্জিনো দেস্ত। পরে মেসির দুই গোলের মাঝে একটি করেন উসমান দেম্বেলে। গ্রিজমানের গোলটিতে মেসির অবদান ছিল।
গত সোমবার ওয়েস্কার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচ দিয়ে ক্লাবের ইতিহাসে জাভির সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। ৭৬৮ ম্যাচ খেলে এবার রেকর্ডটি নিজের করে নিলেন তিনি। আরেকটি পিচিচি ট্রফির পথে ছুটে চলা মেসির গোল হলো ২৩টি। বার্সেলোনার জার্সিতে ৭৬৮ ম্যাচে তার মোট গোল এখন ৬৬৩।
দিনের আরেক ম্যাচে লুইস সুয়ারেজের একমাত্র গোলে আলাভেসকে হারায় আতলেতিকো। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬২। ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে রিয়াল।
বিএনএনিউজ২৪/ এমএইচ