25 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ফটিকছড়িতে অটোরিকশা-টমটম সংঘর্ষে নারী নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী মার্কেট সামনে  পিকআপ ভ্যানের  ধাক্কায়  ইব্রাহিম হোসেন (৩২) নামের সিটি ব্যাংকের এক কর্মরত নিহত হয়েছেন। শনিবার(২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া আটটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ আজমান জানান, উত্তরা পূর্ব থানাধীন রাজলক্ষ্মী মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন । আহত অবস্থায় প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কাশেমগঞ্জ গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। বর্তমানে খিলক্ষেতের নিকুঞ্জ -২ ,৪ নম্বর রোডের ২২-নম্বর বাসায় থাকতেন। নিহত বনানী শাখা সিটি ব্যাংকে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ