বিএনএ, ঢাকা : চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় চার কর্মচারী আহত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) আউটসোর্সিং কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করলে পুলিশ তাদের হটিয়ে দেয়। এই সময় আহত হয় শাকিল হাসান (২৮), মাহবুব(২৮), শামীম (২৮) ও মানিক মিয়া (২৫)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেয়।
লাঠিচার্জে আহত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আউটসোর্সিং কর্মচারী মানিক মিয়া জানান, আমরা আমাদের চাকরির স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। পরে পুলিশ এসে আমাদের ওপর জলকামান, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আমাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ পিটিয়ে আমাদেরকে আহত করে।মানিক মিয়া আরও জানান, আমরা দশ মাস ধরে বেতন পাই না। সরকার থেকে কোম্পানির লোকদের কাছে টাকা দিয়ে দেয় তারা আমাদেরকে টাকা দেয় না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী