বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় জ্যাকেট তৈরির কারখানা এভালন গার্মেন্টসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরাকান সড়কের পূর্ব কালুরঘাটে উৎসুক জনতার ভীড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। খবর পেয়ে ছুটে আসছে কারাখানায় কর্মরতদের আত্মীয়-স্বজনরা। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
কারখানাটির কোয়ালিটি সুপারভাইজার মো.ইব্রাহিম জানান, কারখানার ৪র্থ তলা থেকে আগুন লেগেছে। কোনো ফ্লোরে লোক নেই। সকলেই নিরাপদে নেমে গেছেন। ৪র্থ তলায় কাপড় রয়েছে। এই কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী