রমজান ও গরমে লোডশেডিং হবে না : বিদ্যুৎ উপদেষ্টা
29 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » রমজান ও গরমে লোডশেডিং হবে না : বিদ্যুৎ উপদেষ্টা

রমজান ও গরমে লোডশেডিং হবে না : বিদ্যুৎ উপদেষ্টা


বিএনএ, ঢাকা : আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পরতে হবে? স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সময় অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ-নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮ দশমিক ৯০ টাকা। অথচ সরকার কেনে ১২ টাকায়।’

ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে, তাদের বাড়তি দাম দিতে হবে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘৭০ টাকায় গ্যাস কিনে সরকার কম দামে দিতে পারবে না।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ