20 C
আবহাওয়া
১:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ছাগলনাইয়ার রৌশন ফকির দরগাহ মাদরাসায় সবক প্রদান

ছাগলনাইয়ার রৌশন ফকির দরগাহ মাদরাসায় সবক প্রদান

ছবক

এবিএম নিজাম উদ্দিন, ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার রৌশন ফকির দরগাহ মাদরাসায় ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়াও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সরদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান মজুমদার।

ছবক প্রদান করেন- প্রধান আলোচক বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনে কেন্দ্রীয় নেতা, ফেনী জেলা শাখার সভাপতি ও ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র কাজী নুরুল আলম, অত্র মাদরাসার সহ-সভাপতি নুরুন নবী, কোষাধ্যক্ষ হাফেজ বেলাল আহাম্মদ, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন রৌশন ফকির দরগাহ মসজিদের খতিব মাওলানা আমির হোসেন চৌধুরী। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ