21 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে কামারপাড়া মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট

ধামরাইয়ে কামারপাড়া মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট

ধামরাইয়ে কামারপাড়া মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে কামারপাড়া মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে সুমন একাদশ ও আরিফ একাদশের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১শে ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া এলাকায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালিয়া ইউপি চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। খেলা উদ্বোধন করেন প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার।

খেলাটি পরিচালনা করেন বিসিবির অ্যাম্পায়ার এমএ কাইয়ুম ও আমছিমুর সেসিপ মডেল হাই স্কুলের শিক্ষক আলী হোসেন। পুরো ম্যাচ জুড়ে ও মধুর ধারা বিবরণী দেন ধারাভাষ্যকার আলতাফ হোসেন লাবু।

মাঠের চারপাশে ক্রিকেট প্রেমী শতশত দর্শকের উপস্থিতিতে মাঠটি কানায় কানায় ভরে যায়।

দুপুর দুইটার দিকে আরিফ একাদশের অধিনায়ক তুহিনুর ইসলাম কাশেম টসে জিতে সুমন একাদশের অধিনায়ক ইমরান খানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। পরে সুমন একাদশ নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করেন। ১৯৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করেন। এতে সুমন একাদশ ৪৭ রানে বিজয়ী হন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলহাজ্ব আহম্মদ হোসেন, আমতা ইউপি চেয়ারম্যান মো. আরিফ হোসেন, চৌহাট ইউপি চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের আইন বিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট আহসান হাবীব।

বালিয়া ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান বিজয়ী দলের হাতে ১ম পুরষ্কার এবং রানার্স আপ দলকে ২য় পুরষ্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, আমছিমুর বনলতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহফুযুল হক শাহীন, বাস্তা সবুজ সংঘ ও সোনালী অতীত ক্রীড়া সংস্থার সভাপতি আলতাফ হোসেন, বালিয়া ইউপি সদস্য হুমায়ুন কবির, বালিয়া ইউপি সদস্য ফিরোজা বেগম, বালিয়া ইউপি সদস্য মুক্তা আক্তার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের প্রচার সম্পাদক সিয়াম হোসেন, মিলন হোসেণ প্রমুখ।

বিএনএনিউজ/ ইমরান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ