22 C
আবহাওয়া
৫:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ট্রেনযাত্রীর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ট্রেনযাত্রীর

জং

বিএনএ ডেস্ক: ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

নিহত গোপাল চন্দ্র পাল (৪৫) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যা সন্ধ্যা ৭টার দিকে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলস্টেশনের তিন নম্বর লাইনে দাঁড়ায়। এক যাত্রী ট্রেন থেকে নেমে রেলস্টেশনের অপর প্রান্তে পরিত্যক্ত বগির পেছনে গেলে ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ওসি জানান, চিৎকার শুনে অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে আছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে রেলের যাত্রী নিহতের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ