31 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বুধবার মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান, ৮ ম্যাচের পাঁচটিতে জিতে এগিয়ে টাইগাররা

বুধবার মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান, ৮ ম্যাচের পাঁচটিতে জিতে এগিয়ে টাইগাররা

বুধবার মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান, ৮ ম্যাচের পাঁচটিতে জিতে এগিয়ে টাইগাররা

বিএনএ, চট্টগ্রাম :  বুধবার ( ২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। ওয়ানডে ফরম্যাটে ৮ ম্যাচের পাঁচটিতেই জিতে এগিয়ে টাইগাররা। তিনটিতে জিতেছে আফগানরা। তবে, ঘরের মাঠে ৪ দেখায় সমান দুটো করে জয় পরাজয় বাংলাদেশের। টাইগাররা বাড়তি আত্মবিশ্বাসী হলেও আফগানদের তিন জয়ের ফলে ‘আফগান জুজু’ রয়েছে আলোচনায়।

ক্রিকেট প্রেমিরা জানিয়েছেন, আফগানদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের । তাহলেই ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি মূল পর্বে খেলার পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯১ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে টাইগাররা। ৬৭ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে রয়েছে আফগানরা। এছাড়া আইসিসি ওয়ানডে সুপার লিগে এ পর্যন্ত চারটি সিরিজে ১২ ম্যাচের মধ্য আটটিতে জিতে ৮০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের পর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

পরিসংখ্যানে দেখা যায়, ২০১৯ সালে আইসিসি বিশ্বকাপে আজ থেকে ৩ বছর আগে বাংলাদেশ-আফগানিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল। ৬৯ বলে ৫১ রানের পাশাপাশি বল হাতে ৫ উইকেট নিয়ে আফগানদের উড়িয়ে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচটিতে ৮৩ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

২০১৪ সালে এশিয়া কাপে দেশের মাটিতেই বাংলাদেশ আফগানিস্তানের প্রথম দেখা। ওই ওয়ানডে ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৬ উইকেট ২৫৪ রান করে আফগানিস্তান। জবাবে ২২২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ২০১৫ সালে বিশ্বকাপে আইসিসি ইভেন্টে দেখা হয় বাংলাদেশের সঙ্গে আফগাদের। সেই ম্যাচে বাংলাদেশের কাছে ১০৫ রানে হেরেছিল আফগানরা। বাংলাদেশের ২৬৭ রানের জবাবে ১৬২ রানেই অলআউট হয় আফগানরা।

এক বছর পরই ২০১৬ সালে আবারও দ্বিপাক্ষিক সিরিজে ঢাকায় আসে আফগানের দল। ওয়ানডে ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। সে সিরিজে ২-১ ব্যবধানে হারে আফগানরা। প্রথম ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে দাঁড়াতে পারেনি আফগানরা। দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ নবীর নেতৃত্বে ফাইট ব্যাক করে সিরিজ সমতায় আনে তারা। শেষ ম্যাচে তামিম ইকবালের দুরন্ত সেঞ্চুরিতে ২-১ ব্যবধানে হারে আফগানরা।

মরুর দেশ আরব আমিরাতে আবারও এশিয়া কাপে দু’দলের পরের দেখা হয়। সেখানে প্রথমবারের মতো ক্রিকেট খেলতে যায় বাংলাদেশ। আসরে দুবার মুখোমুখি হয় তারা। সেখানে সমান একটা করে জয় পরাজয় পেয়েছে দুই দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে ২৫৫ রান করেছিল আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ১১৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ১৩৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল টাইগাররা। অবশ্য পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ।

বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান।

আফগান ওয়ানডে দল : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদিন নাইব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলি খিল, মোহাম্মদ নবী, মুজিব উর রেহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদুল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই। রিজার্ভ: কায়েস আহমেদ ও সেলিম সাফি।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ