27 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাতকানিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


বিএনএ, সাতকানিয়া:  চট্টগ্রামের সাতকানিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রম শুরু হয় উপজেলা প্রশাসনের। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার
সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রূদ্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল, মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মো. কামাল উদ্দিন।

সভায় বক্তারা সর্বত্র শুদ্ধ বাংলা ভাষা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাতসহ হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

বিএনএ/ সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, ওজি

Loading


শিরোনাম বিএনএ