27 C
আবহাওয়া
১২:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ইয়াবা ব্যবসায়ি দম্পত্তি

ইয়াবা ব্যবসায়ি দম্পত্তি

স্বামী-স্ত্রীর ইয়াবা ব্যবসা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ইয়াবা কারবারে যুক্ত খোকন ও কোহিনুর নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুইজন সংসারের পাশাপাশি একসঙ্গে ব্যবসা করেন। স্বামী বাইরে থেকে ইয়াবা কিনে আনলে সেই ইয়াবা বিক্রি করেন স্ত্রী। শুধু তাই নয়, গ্রাহকদের আকৃষ্ট করতে তারা ওই এলাকার নামই দিয়েছে টেকনাফ পাড়া!

রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে ডবলমুরিং থানার পাঠানটুলির ইসলাম সওদাগর গলি ও দামুয়া পুকুরপাড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চারজন হলেন- মো. খোকন (৩৫), তার স্ত্রী কোহিনূর আক্তার মুন্নি (২৭), ফরিদা বেগম (৩২) ও সাইফুল ইসলাম (৩৪)।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি জানিয়েছেন।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, পাঠানটুলি ইসলাম সওদার গলি এলাকাকে চট্টগ্রামের টেকনাফ বলা হয়। উক্ত এলাকায় অভিযান চালিয়ে খোকন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। স্বামী-স্ত্রী উভয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

তিনি জানান, মাদক বিক্রির সময় খোকন, কোহিনুর ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১০০ ইয়াবা। পরে তাদের স্বীকারোক্তিতে গ্রেপ্তার করা হয় ফরিদা বেগমকে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ