বিএনএ, নাটোর : নাটোরে সড়ক দুর্ঘটনায় বিঞ্চুপদ পাল (৩৮) নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বিঞ্চুপদ পাল নাটোর কোর্ট পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া সদর থানার সেকেরকোল গ্রামে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শহরের হরিশপুর বড়হরিশপুর শ্মশান গেটের সামনে এলাকায় যাত্রীবাহি একটি বাস চাপা দেয় তাকে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মতিন জানান, সকালে পুলিশ লাইনস থেকে বের হয়ে পায়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন বিঞ্চুপদ। এসময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে বেলা ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিএনএনিউজ/জেবি