বিএনএ, রিপোর্ট : রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী(স.) উদযাপনের সিদ্ধান্ত নেয়ায় রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জিলানী কমপ্লেক্স বাংলাদেশের চেয়ারম্যান অধ্যক্ষ আ. ন. ম. দেলাওয়ার হোসাইন আল কাদেরী, বাংলাদেশ কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী(স.) উদযাপন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব এম ফজলুল হক, কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, জয়েন্ট সেক্রেটারি আশিক মুর্শেদ কাদেরী, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলহাজ্ব শাহসুফি হাবীব মহিউদ্দিন আল কাদেরী, সেক্রেটারি আলহাজ্ব রবিউল হোসেন মজুমদার, জিলানী উইম্যান সোসাইটির চেয়ারপার্সন শাহাজাদী আলহাজ্ব সৈয়দা সায়েমা আহমেদ আল হাসানী ও সেক্রেটারি জেনারেল, আজ জাহরা সম্পাদিকা আলহাজ্ব সামেয়া আফরিন।
সোমবার(২২ফেব্রুয়ারি) এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী(স.) উদযাপনের সিদ্ধান্ত গ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, এতে নবী(স.) প্রেমিক, সুন্নী জনতা ও ওলামা মাশায়েক আনন্দিত ও গর্বিত। বিশ্ব মুসলিম উম্মাহর নেতৃত্বদানে বাংলাদেশ সরকার একধাপ এগিয়ে গেল। বিবৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।