বিএনএ, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলগুলোতে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরকারি নির্দেশনা মান্য করে হল ত্যাগের জন্য অনুরোধ করতে হলে হলে অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও আ ফ ম কামাল উদ্দিন হলের প্রভোস্ট জনাব আ স ম ফিরোজ উল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এখনো হল খোলার বিষয়ে সরকারি নির্দেশনা আসেনি। সেকারণে আমরা হল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।’এসময় তিনি শিক্ষার্থীদের হল ত্যাগ ও সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ জানান।
শিক্ষার্থীরা কোথায় যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা বাড়ি চলে যেতে পারে। গেরুয়া এলাকার বিকল্প তো হল হতে পারে না।’শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, ‘গেরুয়া এলাকার সমস্যার ব্যাপারে আমরা কথা বলছি। আর আশুলিয়া থানায় মামলা করেছি।’
প্রক্টর আরও জানান, ‘প্রত্যেক প্রভোস্ট তার নিজস্ব হলে অভিযান করছে, শিক্ষার্থীদের সাথে কথা বলছে। সবাইকে অনুরোধ করছি হল ছেড়ে দেয়ার জন্য। তারপর প্রশাসনের অন্যদের সাথে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
এসময় কোনোভাবেই হল ছাড়তে রাজি হয়নি শিক্ষার্থীরা। প্রশাসনিকভাবে হল খুলে দেওয়ার জন্য পাল্টা অনুরোধও জানান তারা।ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘আমাদের অনলাইনে ক্লাস ও পরীক্ষা চলছে। গ্রামের বাড়িতে নেট সমস্যা থাকায় ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না। এছাড়া টিউশনি করে আমাকে চলতে হয় ও পরিবারকেও টাকা দিতে হয়। হলের বাইরে থাকা আমার জন্য নিরাপদ নয়।’
এর পূর্বে সকাল সাড়ে ৯ টায় প্রভোস্ট কমিটির মিটিং শুরু হয়। ১১ টায় মিটিং শেষে সাংবাদিকদের জানানো হয় প্রতি হলে প্রভোস্টদের নেতৃত্বে অভিযান চালানো হবে। প্রভোস্টরা শিক্ষার্থীদের অনুরোধ করবেন ও বুঝাবেন যাতে তারা আইন মেনে হল ত্যাগ করে।’
বিএনএ/ শাকিল, ওজি