19 C
আবহাওয়া
৩:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » কোভিড টিকার দ্বিতীয় চালান আসছে আজ

কোভিড টিকার দ্বিতীয় চালান আসছে আজ

কোভিড-১৯

বিএনএ, ঢাকা : ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২০ লাখ ডোজ কোভিড টিকার দ্বিতীয় চালান আসছে আজ । সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে টিকা পৌঁছবে  বলে  জানিয়েছে  বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি ডোজের দ্বিতীয় চালান এটি।

জানুয়ারি দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার চালান আসে। তার আগে ২০ লাখ ডোজ টিকা ঢাকায় এলেও সেটি ছিল বাংলাদেশকে দেওয়া ভারত সরকারের উপহার।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর  ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণ টিকাদান কার্যক্রম চলছে।সেদিন থেকে শুরু করে শনিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ মানুষ।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ