21 C
আবহাওয়া
১০:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঘরের মাঠে হোঁচট খেলো বার্সেলোনা

ঘরের মাঠে হোঁচট খেলো বার্সেলোনা

ঘরের মাঠে হোঁচট খেলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় রোববার রাতে ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের নিচের দিকের দল কাদিজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৮। রিয়ালের সঙ্গে ৫।

২৩ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৪৭ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ২৪ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। আর ২৩ ম্যাচ থেকে ৫৫ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো অবস্থান করছে শীর্ষে।

রোববার ম্যাচের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। তার একটি করেন লিওনেল মেসি। অপরটি কাদিজের আলেক্স ফার্নান্দেজ। ম্যাচের ৩২ মিনিটে বার্সার পেদ্রিকে বক্সের মধ্যে ফাউল করেন কাদিজের ইসাক কার্সেলেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করে এগিয়ে নেন দলকে।

অবশ্য বিরতিতে যাওয়ার আগে আরো দুইবার জালে বল জড়িয়েছিল বার্সা। কিন্তু অফসাইডের কারণে ফ্রাঙ্কি ডি ইয়ং ও পেদ্রির গোল দুটি বাতিল হয়। বিরতির পর আঁতোয়ান গ্রিজমানও গোল করে ফেলেছিলেন। কিন্তু তার নেওয়া দুর্দান্ত শট ফিরিয়ে দেন কাজিদের গোলরক্ষক। ম্যাচের অন্তিম মুহূর্তে লেংলেটের ফাউলে পেনাল্টি পায় কাদিজ। আর পেনাল্টি থেকে ফার্নান্দেজ গোল করে ম্যাচে সমতা ফেরান। তাতে ৮১ শতাংশ বলের দখল ও ২১টি অন টার্গেটে শট নিয়েও জয়বঞ্চিত হয় বার্সা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ