বিএনএ, ক্রীড়া ডেস্ক : ভারত সফরে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইন্ডিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বৃটিশ দলটি।শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
ভারত: অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তি।
ইংল্যান্ড: বেন ডাকেট, ফিল সল্ট, জশ বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভার্টন, গাস আটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।
বিএনএ/ ওজি/এইচমুন্নী