বিএনএ, ক্রীড়া ডেস্ক : লিগ পর্বের শেষভাগে জ্বলে উঠেছে ঢাকা ক্যাপিটালস। সিলেট স্ট্রাইকার্সকে হারানোর পর এবার চিটাগং কিংসকে ধসিয়ে দিয়েছে তারা। বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে স্বাগতিক চিটাগংকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংয়ের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে শুরু থেকেই তেড়েফুঁড়ে ব্যাট করেছে ঢাকা। বিশেষ করে ওপেনার তানজিদ হাসান শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিক বোলারদের শাসন করেছেন। ৪৭ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৯০ রানের হার না মানা এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এই ওপেনার।
চিটাগংয়ের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম এবং হোসেন তালাত।
এর আগে ঘরের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান পর্যন্ত যেতে সমর্থ হয় চিটাগং। ব্যাটিংয়ে দারুণ শুরুর পর ঢাকার বোলারদের তোপের মুখে পড়েছে মিঠুন ব্রিগেড।
ঢাকার বোলারদের মধ্যে দাপুটে বোলিং করেন মোস্তাফিজুর রহমান। উইকেট না পেলেও চার ওভারে খরচ করেন মোটে ১৮ রান। দিনের অন্যতম সফল বলা যায় মোসাদ্দেক হোসেনকে। বিপিএলের মাঝপথে দলে পাওয়া মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রানে নেন ২ উইকেট। দুটি উইকেট ঝুলিতে পুরেছেন নাজমুল ইসলামও।
বিএনএ/ ওজি/এইচমুন্নী