23 C
আবহাওয়া
৩:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত ৩

ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত ৩

ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত ৩

বিএনএ, ঢাকা:  রাজধানী গুলশান সিজি মার্কেটে সামনে ও মেরুল বাড্ডা আনন্দনগর এলাকায় পৃথক ঘটনায় ছিনতাইকারীরা তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহতদের অভিযোগ তাদের কাছ থেকে ২৫,০০০ ডলার, ২০,০০০ ইউরো ও প্রায় এক কোটি নগদ টাকাসহ একটি মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা ।

সোমবার (২১ জানুয়ারি) রাত দশটায় গুলশান-২ সিজি মার্কেটের সামনে এ ছিনতাই ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাদের শিকদার (৩৫),আমির হামজা (২৫) ও টিপু মিয়া (২২)মঙ্গলবার রাত ১০টার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নেওয়া হয় ।

আহতের ছোট ভাই মিন্টু শিকদার জানান, আমার দুই ভাই মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন রাত ১০টার দিকে মোটরসাইকেল করে অফিস থেকে বাসার যাবার পথে গুলশান-২ সিজি মার্কেটের সামনে যাওয়া মাত্রই ১০/১২ জনের একটি দল তাদের রাস্তায় পথরোধ করে। তাদের কাছ থেকে টাকা ও মোবাইল চাইলে দিতে অস্বীকার করলে তাদের কাছে থাকা ডলার ইউরোসহ নগদ টাকা হাতিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে । পরে আমরা খবর পেয়ে আমার ভাইদেরকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন। আমার ভাইয়ের কাছে থেকে ২৫ হাজার ডলার,২০ হাজার ইউরো ও ৮০ লাখ নগদ টাকা নিয়ে গেছে।

তিনি আরও জানান,আমাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার নয়াগাটি থানার আসিয়ান এলাকার মোস্তফা শিকদারে ছেলে। বর্তমানে গুলশান এলাকায় থাকতেন। মো. আমির হামজার গ্রামের বাড়ি,যশোর জেলা কিশোরপুর থানার সাগরকান্দি এলাকায় বর্তমানে গুলশান-১ নম্বরে এলাকায় ভাড়া থাকতেন। দুজনে মানি এক্সচেঞ্জের ব্যবসা।

অপরদিকে,বাড্ডা মেরুল বড্ডায় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ টিপু মিয়া (২২)নামের গাড়ি চালক গুরুতর আহত।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনাটি ঘটে । গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত দুইটার দিকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
টিপুর গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চরকা -উড়িয়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে। বর্তমানে, ৬৬৮/৩ ব্লক সি রোড ১০ খিলগাঁও আনছার ক্যাম্প এলাকায় ভাড়া বাসায় থাকতেন।পেশায় প্রাইভেটকার চালক।

আহতের বন্ধু মো. আজিজ জানান, আমার বন্ধু পেশায় একজন গাড়িচালক ১২ টার দিকে মেরুল বাড্ডা আনন্দ নগর এলাকায় রিক্সা দিয়ে যাওয়ার সময় চার-পাঁচজন ছিনতাইকারী তাকে গতিরোধ করে। পরে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাঁধা দিলে তাকে পেটে পিঠে ছুরিকাঘাত করে তার কাছে থাকা একটি মোবাইল ও ২৮ হাজার ৩০ টাকা নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয় । তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন । পৃথক ঘটনায় তিনজন ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে তাদেরকে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে । বিষয়টি গুলশান থানায় ও বাড্ডা থানার পুলিশকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ / আজিজুল/ আরএস

Loading


শিরোনাম বিএনএ