32 C
আবহাওয়া
১২:৪৬ অপরাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » রোম থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

রোম থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

রোম থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

বিএনএ, ঢাকা: ইতালির রোম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেয়া হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) সফ্লাইটটি কাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে।

কামরুল ইসলাম জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে নিরাপদে টার্মিনালে নেয়া হয়েছে। যথাযথ নিরাপত্তা প্রোটোকল মেনে বিমানটিতে বোম্ব ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী তল্লাশি চালাচ্ছে। নিরাপত্তা কর্মীরা বিমানটিকে ঘিরে রেখেছেন ।

বিএনএনিউজ / আরআস

Loading


শিরোনাম বিএনএ