16 C
আবহাওয়া
৬:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ২০ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা

২০ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা


বিএনএ, ঢাকা : জানুয়ারিতে রেমিট্যান্স ৪ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে ১৩১ কো‌টি ৫২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধ‌রে) এর পরিমাণ ১৪ হাজার ৭২ কোটি ৬৪ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) প্রবাসীরা ১০ দশমিক ৭৮৫৭ বিলিয়ন এবং বছরের শেষ ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) ১০ দশমিক ৪৯২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

গত বছরে মাত্র তিন মাস (এপ্রিল, জুলাই ও আগস্ট) রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ছাড়িয়ে গেছে। গত বছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে গত জুলাই মাসে ২০৯ দশমিক ৬৩ বিলিয়ন ডলার, আগস্ট ২০৩ কোটি ৬৯ লাখ ডলার এবং এপ্রিলে ২০০ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।

এছাড়াও বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৫০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫০ লাখ মার্কিন ডলার। একই সময়ে সাত ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হলো- বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খা‌তের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ