19 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

রোহিঙ্গা ক্যাম্প

বিএনএ, কক্সবাজার: রোহিঙ্গা ক্যাম্পে আরসার ২৮ জনের ছবিসহ তাদের সন্ত্রাসী উল্লেখ করে পোস্টার লাগানোর একদিন পার না হতেই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প ১৮ এর এইচ ৫৬ ব্লকে গোলাগুলি হয়। উখিয়া ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তাৎক্ষণিক খবর পেয়ে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

জানা গেছে, রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার ২০-২৫ সদস্যদের একটি দল আকস্মিক প্রবেশ করে ১৫/২০ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ক‍্যাম্পের ইসলামি মাহাজের মৌলভি রফিক ও কাদেরের ওপর হামলা করতে আসে সন্ত্রাসীরা।

শনিবার গভীর রাতে বিভিন্ন ক্যাম্পে কে বা কারা রোহিঙ্গা ক্যাম্পে আরসা প্রধান আতা উল্লাহ জুনুনিসহ ২৮ জনকে সন্ত্রাসী উল্লেখ করে ছবি সহকারে পোস্টার লাগায়। এ ঘটনার পর থেকে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে গেছে এমনটি মনে করছে সাধারণ রোহিঙ্গারা।

পোস্টারে থাকা ২৮ জন হলেন-আরকান রোহিঙ্গা স্যালভ্যাশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু জুনুনী, হেদায়েত উল্লাহ ওরফে খালেদ, মৌভলী মোস্তাক, মৌলভী লাল মোহাম্মদ ওরফে বোরহান, নুর কামাল ওরফে সমি উদ্দিন, ইব্রাহীম, মৌলভী জাকারিয়া, কাউসার ওরফে সাবের, খায়রুল আমিন ওরফে ইব্রাহীম, আলী জোহর, হাফেজ ইউনূছ, সানাউল্লাহ, জুলাইয়ার, শফিক, নুর মাহমুদ, হাফেজ নুর মোহাম্মদ, আব্দুর রহমান, হাসান, জাহিদ হোসেন ওরফে লালু, মাস্টার আব্দুর রহিম, জান্নাত উল্লাহ, মোহাম্মদ সলিম, মাহামুদুর রহমান, মোহাম্মদ জুবাইয়ের, মোহাম্মদ আলম ওরফে মুসা।

১১, ১২, ১৮ ও ১৯ নং ক্যাম্পে এসব পোস্টার বেশি দেখা গেছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা। ওই পোস্টারে বার্মিজ ভাষায় তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ধরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ