বিএনএ, চবিঃ “পিঠার আমেজ শীতের বেলায় মেতে উঠি পৌষমেলায়” প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নানাধরণের শীতকালীন পিঠাই পিঠা পুলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে সুন্দর এ উৎসব অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট ৫টি সেগুলো হলো, লোকজ সাংস্কৃতিক সংগঠন, অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, প্রথম আলো বন্ধুসভা, রঁদেভু শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ পিঠা উৎসব মিলন মেলায় পরিনত হয়েছে। স্টলগুলোতে অনেক ভিড় লক্ষ্য করা যায়। কোনো কোনো স্টলে দুপুরের মধ্যেই সব পিঠা শেষ হয়ে যায়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ উৎসবের পরিসমাপ্তি ঘটে।
পিঠা উৎসবের আহবায়ক রাইহান সুমন বলেন, এই পিঠা উৎসবের মধ্যে দিয়ে বাঙালি জাতির যে সংস্কৃতি রয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য। প্রতি বছরের ন্যায় এবছরও সাধারণ শিক্ষার্থীদের অনেক সাড়া পাচ্ছি। ৫টি স্টলে প্রায় ৭৫ থেকে ৮০ রকমের পিঠা এখানে রয়েছে। শিক্ষার্থীরা আনন্দের সাথে এটি গ্রহণ করছে।
বিএনএ/ সুমন, এমএফ