বিএনএ, বিশ্ব ডেস্ক: বুধবার সাগাইং অঞ্চলের কাথা টাউনশিপে মিয়ানমারের সেনাবাহিনীর আক্রমণের পর জান্তা বিমান হামলায় ছয় নারী এবং একজন পুরুষ নিহত হয়েছে, প্রতিরোধ বাহিনী সূত্রে জানা গেছে। খবর মিয়ানমার নাও।
তাছাড়া দুটি যুদ্ধবিমান হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয় এবং মো টার লে গ্রামের কয়েক ডজন লোক আহত হয়েছে, সূত্র জানিয়েছে।
গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিন কোন টাইং এবং টুট কোন গ্রামের মধ্যে প্রতিরোধ বাহিনী অতর্কিত হামলার পর প্রায় ৭০ জন জান্তা সৈন্যের একটি কলাম পিন করার পর ঘটনাটি ঘটে।
ওই এলাকার অন্য একটি গ্রাম তুত কোনে এবং সায়তি ইয়াতের অন্তত এক ডজন বাড়িও হামলায় ধ্বংস হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাথা পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একজন সদস্যের মতে, মো টার লে-তে বেশিরভাগ লোক এক বাড়িতে ছিলেন। “বাড়িতে বোমা পড়ে এবং তিনজনকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়। তিনজন পালাতে সক্ষম হন, কিন্তু আমরা পরে সকালে সেখানে খোঁজাখুঁজির সময় আরেকটি মরদেহ পাই,” তিনি বলেন।
বিএনএ,জিএন