17 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » অবশেষে প্রকাশ্যে আসলেন ডা. মুরাদ

অবশেষে প্রকাশ্যে আসলেন ডা. মুরাদ

অবশেষে প্রকাশ্যে আসলেন ডা. মুরাদ

বিএনএ জামালপুর: নানা বিতর্কিত মন্তব্য করে পদ হারানো সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছেন। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে তার চাচা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের জানাজা নামাজে অংশ নিতে নিজ গ্রাম সরিষাবাড়ির দৌলতপুরে যান তিনি।

সরিষাবাড়ির উপজেলার দৌলতপুর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজ মাঠে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ডা. মুরাদ হাসান।

জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মুরাদ হাসানের বড় ভাই বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার, সরিষাবাড়ি উপজেলার চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানসহ অনেকে। তবে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো নেতাকে দেখা যায়নি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ