বিএনএ ডেস্ক: মিয়ানমারের বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী মাহন উইন খাইং থান বলেছেন,চলতি বছর মিয়ানমারে জান্তা সরকারের পতনহতে পারে।কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলি বিপ্লবে সাড়া দেয়ায় সামরিক বিরোধী জোটগুলো আরও বেশী অগ্রসর হচ্ছে। সম্প্রতি মিয়ানমারকে নাউকে দেযা এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় থাকাকালীন রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা এবং স্টেট কাউন্সেলর অং সান সু চি-এর মধ্যে যে উচ্চ-পর্যায়ের বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন সে বিষয়েও তিনি আলোচনা করেছেন।
তিনি বলেন,আং সাং সূচি অভ্যুত্থান সংক্রান্ত কোনো নির্দেশ আমাদের দেননি। হয়তো তার মনে একটি এজেন্ডা ছিল এবং এই পথটিই সে আমাদের জন্য পরিকল্পনা করেছিল। বিবেচনা করার মতো একটি বিষয় হল যে তিনি দলের প্রশাসনের পাঁচ বছরে সেনাবাহিনীর সাথে সমঝোতার চেষ্টা করেছিলেন এবং এটি শেষ পর্যন্ত ব্যর্থতা প্রমাণিত হয়েছিল।
মাহন উইন খাইং থান আরও বলেন, সামরিক বাহিনী সমস্যার উৎস। আমি মনে করি সে অবশ্যই ভেবেছিল যে এই জগাখিচুড়ি থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র উপায় । আমরা সবাই জানি, এটা না ঘটলে আরও পাঁচ বছর কোনো অগ্রগতি ছাড়াই চলে যেত। তাই, একভাবে অং সান সু চি শত্রুকে চিনতেন।
বিএনএ/ওজি