Bnanews24.com
Home » মমেক করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
করোনা ভাইরাস সব খবর

মমেক করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

করোনায় মৃত্যু

বিএনএ, ময়মনসহিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন করোনা পজিটিভ হয়ে এবং দুই জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থান মারা যান।

শনিবার (২২ জানুয়ারি) সকালে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২ জন করোনা পজিটিভ রোগী ও ২ জন উপসর্গে মারা যান। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের সুদীপ (৪৫) ও নেত্রকোনার মদন উপজেলা রাশিয়া (৩৫)। এই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান জামালপুরের মনির হোসেন (৭০) ও ময়মনসিংহের দিলীপ মিয়া (৫২)।

ডা. মহিউদ্দিন আরও জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। বর্তমানে করোনা ইউনিটে ৩২ জন পজিটিভ রোগীসহ ভর্তি রয়েছেন ৭৩ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ৩ জন রোগী।

বিএনএনিউজ/এইচ.এম।