বিএনএ ডেস্ক: ভারত বিরোধী প্রচার চালানোর চেষ্টা করার অভিযোগে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ৩৫ টি ইউটিউব চ্যানেল । এর পাশাপাশি একাধিক ওয়েবসাইটও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
শুক্রবার(২১ জানুয়ারী) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালযের সচিব অপূর্ব চন্দ্র এ তথ্য জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয জানায়,মোট ৩৫ টি ইউটিউব চ্যানেল এবং তার সঙ্গে ২ টি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সবগুলিকে ভারত বিরোধী ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। এই ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটগুলি মূলত পাকিস্তানি মদদপুষ্ট বলে জানা যায়।
নিষিদ্ধ করে দেওয়া ওই ইউটিউব অ্যাকাউন্টগুলির মোট সাবস্ক্রাইবার সংখ্যা ১ কোটি ২০ লাখেরও বেশি। সেই ইউটিউব চ্যানেলগুলিতে প্রকাশিত ভিডিওগুলি ১৩০ কোটি বারেরও বেশি দেখা হয়েছে।
বিএনএ/ওজি