22 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » পাথরঘাটায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, হতাহত ৫১

পাথরঘাটায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, হতাহত ৫১

পাথরঘাটায় বিস্ফোরণে নিহত ১, হতাহত ৫১

বিএনএ, বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলায় বরফ মিলে সিলিন্ডার বিস্ফোরণে শাহজাহান হোসেন সম্রাট (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এদের মধ্যে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে ১২ জনকে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা।

আহত অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। এ ঘটনায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালিয়েছে। গ্যাসের তীব্র বিষাক্ত গন্ধে ভেতরে ঢুকা সম্ভব হয়নি। এ সময় আমাদের ফায়ার কর্মী মাহফুজ ও রেজাউল ও অসুস্থ হয়ে পড়ে। তাদের বরিশালে চিকিৎসা চলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাতাহ বলেন, আহতদের সর্বাত্মক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ফায়ার সার্ভিসের দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরসহ ১২ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর