বিএনএ, বিশ্ব ডেস্ক : শপথ নেওয়ার পর হোয়াইট হাউসে প্রথম পূর্ণ একদিনের দায়িত্ব পালনের সময়ে ১০টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে প্রাণঘাতী করোনা মোকাবেলায় মাস্ক পরার নীতি আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়া আদেশে যুক্তরাষ্ট্রে ভ্রমণে আসা লোকদের কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে। বাইডেন বলেন, আগামী মাস নাগাদ করোনায় মৃত্যুর সংখ্যা চার লাখ থেকে বেড়ে পাঁচ লাখ ছুঁইবে। কাজেই এখন কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।
বাইডেন বলেন, আমরা এখন জাতীয় জরুরি অবস্থার মধ্যে রয়েছি। সেভাবেই এ অবস্থাকে বিবেচনা করার সময় এসেছে এখন।
বিমানে ওঠার আগে করোনার নেগেটিভ সনদ লাগবে তো বটেই যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের এখন থেকে কোয়ারেন্টিনেও থাকা লাগবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের অধীন বিদ্যমান বিধিনিষেধকে আরও কঠোর করে দেওয়া হয়েছে।
এ পর্যন্ত হোঁচট খাওয়া টিকাদান কর্মসূচিকে আরও জোরদারের নির্দেশ দিয়েছেন বাইডেন। আর গণপরিবহনে চলাচলে মাস্ক পরা অপরিহার্য করে দিয়েছেন।
বিএনএনিউজ/জেবি