14 C
আবহাওয়া
৮:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বিএনএ, চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী মারা গেছেন। শনিবার (২১ ডিসেম্বর) বালিথুবা পূর্ব ইউনিয়নের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইকবাল হোসেন (২০) ও শাহাদাত হোসেন (১৮)। তারা দুজনেই ফরিদগঞ্জের মূলপাড়া সামছুদ্দিন খান কারিগরি ও বাণিজ্য কলেজের শিক্ষার্থী।

ইকবাল ওই এলাকার হাজীবাড়ির খাজে আহমেদের ছেলে। একই এলাকার মজুমদারবাড়ির ওবায়দুল্লাহর ছেলে শাহাদাত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে মারাত্মকভাবে জখম হন ওই দুজন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তারা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে প্রথমে ইকবাল হোসেন মারা যান। আর চিকিৎসাধীন মারা যান শাহাদাত হোসেন।

তিনি আরো জানান, দুর্ঘটনার শিকার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। তবে অটোরিকশার বিষয় বিস্তারিত কিছুই জানা যায়নি। পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ