14 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » সরকারের কাছে বুয়েট শিক্ষার্থীদের ৫ দাবি

সরকারের কাছে বুয়েট শিক্ষার্থীদের ৫ দাবি

সরকারের কাছে বুয়েট শিক্ষার্থীদের ৫ দাবি

বিএনএ, ঢাকা: মদ্যপ চালকের প্রাইভেটকারের ধাক্কায় সহপাঠী নিহত হওয়ার ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) বিক্ষোভ-মিছিলে প্রতিবাদমুখর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তিসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন তারা। আজ স্লোগান-মিছিলে প্রতিবাদ করেন বুয়েট শিক্ষার্থীরা। ‘আর নয় প্রাণহানি, সড়ক হতে হবে নিরাপদ’, এই দাবি উঠছে শিক্ষার্থীদের সোচ্চার কণ্ঠে।

বুয়েটের শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিলের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, নানা উপায়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যা তাদের শঙ্কিত করছে।

শিক্ষার্থীরা বলেন, ‘বিষয়টি সুস্পষ্ট যে এটি কোনো দুর্ঘটনা নয়। বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে হত্যা করেছে এবং দুজনকে গুরুতর আহত করেছে। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা কোনো ধরনের হুমকি পাইনি, কিন্তু সেটেলমেন্টের চেষ্টা করেছেন উনারা। সেটা আমরা প্রত্যাখ্যান করেছি।’ তারা আরও বলেন, ‘অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে কিছু সংবাদমাধ্যমেও এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে অপপ্রচারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।’

সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, ‘দেশের বিচারব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন; অপরাধী যে পরিবারেরই সদস্য হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, এ ব্যাপারটি পুনরায় প্রতিষ্ঠিত হোক। হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে এবং নিহতের যথোপযুক্ত ক্ষতিপূর দিতে হবে।’

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। এ সময় আহত হন আরও দুই শিক্ষার্থী। এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ