29 C
আবহাওয়া
১১:২০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটি ৬০ দিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটি ৬০ দিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটি ৬০ দিন

বিএনএ, ঢাকা: সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ২০২৪ সালের বাৎসরিক ছুটির তালিকা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জাতীয়, আন্তর্জাতিক ও ধর্মীয় ছুটিসহ আগামী বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য ৬০ দিন ছুটি ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই ছুটির তালিকা করা হয়।

ছুটির তালিকায় দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শুক্র ও শনিবারের বন্ধ ছাড়াই এই ৬০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পৃথকভাবে প্রধান শিক্ষকের ৩ দিনের সংরক্ষিত ছুটি থাকবে। সংশ্লিষ্ট থানা বা উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমোদনক্রমে এই ছুটি ভোগ করতে হবে। এছাড়া জাতীয় দিবসগুলোতে বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বিদ্যালয় পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যথাযথ মর্যাদায় দিবসটি পালন করতে হবে বলে এতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ