20 C
আবহাওয়া
১০:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে,নিহত ১

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে,নিহত ১


বিএনএ,চট্টগ্রাম: সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস সূচনা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলে সুধীর চন্দ্র দাস (৭১) নামে এক বৃদ্ধ নিহত হন। আহত হন আরও ৬ জন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর চন্দ্র দক্ষিণ শীতলপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বরদা দাসের ছেলে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেখানে চিকিৎসারত আছেন।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ফেনীর বসুরহাট রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্ক্র্যাপ জাহাজের মেরিন মেশিনারিজ (পার্টস) দোকানে ঢুকে পরে। এতে দোকানে বসে থাকা এক বৃদ্ধ চাপা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যু বরণ করেন।

বিএনএ নিউজ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ