18 C
আবহাওয়া
১:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » যাত্রাবাড়ী ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

যাত্রাবাড়ী ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

হানিফ ফ্লাইওভার

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শরিফ হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে ধোলাইপাড় অংশে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, সকালে ওই ব্যক্তি হানিফ ফ্লাইওভারে ধোলাইপাড়ের ঢাল দিয়ে মোটরসাইকেল নিয়ে উঠছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙের সঙ্গে ধাক্কা লাগে। ছিটকে পড়লে দেশ ট্রাভেল পরিবহনের একটি বাসের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শরিফের বাবার নাম মোবারক আলী। তবে তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি বলেও জানান ফারজানা।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ