বিএনএ ডেস্ক: প্রার্থিতা ফিরে পেতে আবারও চেম্বার আদালতে আবেদন করেছেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এই আবেদন করেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালতে আবেদনটির শুনানি হবে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদের দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এসএম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার তাঁর আবেদন সরাসরি খারিজ করে দেন। দ্বৈত নাগরিক থাকায় শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। মেহেন্দীগঞ্জ-হিজলা আসনে শাম্মী আহমেদের দুটি আপিল আবেদনই নামঞ্জুর করে নির্বাচন কমিশন। ১৫ ডিসেম্বর ইসিতে আপিল শুনানি শেষে তাঁর প্রার্থিতা নামঞ্জুর করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
শাম্মী আহমেদ মনোনয়নপত্রে দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) সংক্রান্ত তথ্য গোপন করেছেন- এ অভিযোগ করে তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। পরে রিটার্নিং অফিসার শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের একাংশের সঙ্গে পঙ্কজ নাথের বিরোধের জেরে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় গত কয়েক বছর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে পঙ্কজ নাথকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা দেশজুড়ে ছিল আলোচিত। এদিকে পঙ্কজবিরোধীদের সমর্থনে ড. শাম্মী ২০২১ সালের ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় যাতায়াত শুরু করেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন পান তিনি। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত পঙ্কজ নাথ লম্বা সময় ধরে নীরব থাকার পর মনোনয়নপত্র দাখিলের শেষদিন অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন।
বিএনএনিউজ২৪/ এমএইচ