24 C
আবহাওয়া
৩:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় দুই ভাইকে হত্যা , আরও দুইজন গ্রেফতার

রাঙ্গুনিয়ায় দুই ভাইকে হত্যা , আরও দুইজন গ্রেফতার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই ভাইকে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে নগরীর বন্দর থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৭।গ্রেফতারকৃতরা হলো—দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে সাইফু (৪২) ও মো. মোর্শেদুল আলম (২২)।

র‌্যাব-৭ জানায়,  মঙ্গলবার রাতে নগরীর বন্দর থানার পূর্ব নিমতলা ডিয়ারপাড়া একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেচাশাহ রোডের পশ্চিম গোসাইল ডাংগার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই মামলার ২ নম্বর আসামি মোরশেদুলকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামে ছুরিকাঘাতে জহির আহমেদের ছেলে জালাল উদ্দিন (২৮) ও তার ছোট ভাই কামাল হোসেনকে (২৫) হত্যা করা হয়। এ ঘটনায় শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের বাবা জহির আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলায় ওই এলাকার শফিকুল ইসলাম ও তার তিন ছেলে খোরশেদ আলম, মোরশেদ আলম ও সাইফুল আলমকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর এর সঙ্গে জড়িত শফিকুল ইসলাম ও তার ছেলে খোরশেদ আলমকে ধরে পুলিশে দেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৬ ডিসেম্বর দুপুরের দিকে জালাল তার গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে আসেন। পরে গিয়ে দেখেন তার গরুর গলার রশি কেউ খুলে নিয়ে গেছেন। খুঁজতে গিয়ে খুঁটিতে আঘাত করার কাঠের টুকরোসহ দড়িটি শফিকুলের হাতে দেখতে পান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। শফিকুলের মাথায় আঘাত লেগে ফেটে যায়। পরে এর জের ধরে সন্ধ্যায় জালালের ওপর হামলা চালান শফিকুলের তিন ছেলে খোরশেদ, মোরশেদ ও সাইফুল।

এ সময় তাকে বাঁচাতে তার ভাই কামালসহ প্রতিবেশী ইদ্রিছ ও তার তিন সন্তান এগিয়ে আসেন। তখন প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই ভাই জালাল ও কামাল। পরে তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ