19 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ফটিকছড়িতে একসঙ্গে ছয় সন্তান প্রসব

ফটিকছড়িতে একসঙ্গে ছয় সন্তান প্রসব

ফটিকছড়িতে একসঙ্গে ছয় সন্তান প্রসব

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়িতে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন ২৫ বছর বয়সী এক নারী।  তবে জন্মের পর সবাই মারা গেছে।  মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে অস্ত্রোপচার ছাড়াই ছয় সন্তানের জন্ম দেন ওই নারী।। নবজাতকগুলোর মধ্যে চার ছেলে ও দুই কন্যাসন্তান।

নবজাতকদের বাবা জাহাঙ্গীর আলম। তাঁর বাড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের দুলাবাপেরবাড়ী।

হাসপাতালে দায়িত্বরত আবাসিক গাইনি চিকিৎসক ফাতেমাতুজ জোহরা গণমাধ্যমকে  জানান, তাসলিমা আকতার নামের ওই প্রসূতির স্বামী দুবাই থাকেন।  একে একে চারটি ছেলে ও দুইটি কন্যা প্রসব হয় তাঁর। অপরিণত হওয়ায় তারা জীবিত ছিল দেড় ঘণ্টার মতো। আল্লাহর রহমতে মা সুস্থ আছেন।

নবজাতকদের মা তাছলিমা আক্তার বলেন, ‘আমরা আসলে কল্পনাও করিনি। মহান আল্লাহর দেওয়া উপহার আমরা সানন্দে গ্রহণ করেছিলাম।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ