21 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে গৃহকর্মীর আড়ালে চুরি, অতঃপর গ্রেপ্তার

চট্টগ্রামে গৃহকর্মীর আড়ালে চুরি, অতঃপর গ্রেপ্তার

চট্টগ্রামে গৃহকর্মীর আড়ালে চুরি, অতঃপর গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে গৃহকর্মীর আড়ালে স্বর্ণালংকার চুরির অভিযোগে বিবি কুলসুম ওরফে কুনসু (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এসময় তার কাছ থেকে চুরির ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৪০ হাজার টাকা এবং চোরাই স্বর্ণ বিক্রির ৩ লাখ ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার বিস্তারিত তথ্য জানান সিএমপির উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

চুরির মামলায় গ্রেপ্তার ওই নারীর নাম বিবি কুলসুম প্রকাশ কুনসু। তার প্রথম স্বামীর বাড়ি রাউজানের নোয়াপাড়ায় এবং দ্বিতীয় স্বামীর বাড়ি রাঙ্গামাটি তবলছড়ি এলাকায়। বিবি কুলসুম প্রকাশ কুনসু লোহাগাড়া উপজেলার নোয়ারবিলা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গত ৩ নভেম্বর ঘাটফরহাদবেগ এলাকার ফারহানুল হক মিশলু নামের এক নারীর বাসায় সংঘটিত চুরির ঘটনা তদন্তে কুনসু’র সম্পৃক্ততা পায় পুলিশ। কুনসুর বিরুদ্ধে অভিযোগ, তিনি মিশলুর বাসা থেকে ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা চুরি করেন। এ ঘটনায় গত ৯ ডিসেম্বর কুনসুসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মো. আইয়ুব উদ্দিন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৭ ডিসেম্বর গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার নোয়ারবিলা এলাকার থেকে আসামি কুনসুকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর কুনসু পুলিশকে জানান, তিনি প্রকৃত নাম গোপন করে মিশলুর বাসায় গৃহপরিচারিকার কাজ নেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কুনসু তার বেডরুমে খাটের নিচে মিশলুর বাসা থেকে চুরি করা স্বর্ণলংকার রাখার কথা স্বীকার করেন। এর পর নিজেই চুরির ২০ ভরি ১২ আনা ৪ রত্তি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪০ টাকা পুলিশকে বের করে দেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ৩ নভেম্বর ঘাটফরহাদবেগ এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। ওই বাসা থেকে ৫০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা চুরি হয়েছে উল্লেখ করে বাসার গৃহপরিচারিকা হাসিনা বেগম প্রকাশ আছিয়াসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরে লোহাগাড়া উপজেলার নোয়ারবিলা এলাকায় অভিযান চালিয়ে হাসিনা বেগম প্রকাশ আছিয়াকে গ্রেপ্তার করা হয়

তিনি বলেন, হাসিনা বেগম প্রকাশ আছিয়াকে রিমান্ডে নিয়ে আসা হলে জানতে পারি তার আসল নাম বিবি কুলসুম প্রকাশ কুনসু। গৃহপরিচারিকার কাজ নেওয়ার সময় ওই বাসায় দেওয়া বাঁশখালীর ঠিকানাটিও ভুয়া। তাকে জিজ্ঞাসাবাদে চুরির বিষয়ে স্বীকার করে এবং চোরাই স্বর্ণালঙ্কার লুকিয়ে রাখার তথ্য দেয়। পরে তার দেওয়া তথ্যে লোহাগাড়া উপজেলার নোয়ারবিলা এলাকায় অভিযান চালিয়ে ২০ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও চুরি করা স্বর্ণের বিক্রয়লব্দ ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ