বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের পশ্চিমতীর, জেরুজালেমসহ ব্যাপক এলাকায় ধরপাকড় চালাচ্ছে দখলদার ইসরাইলী বাহিনী।গাজায় ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ চলাকালে এই গণগ্রেপ্তারে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।বেছে বেছে তরুণ ও যুবকদের ধরে বন্দী করা হচ্ছে।
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের আজকের খবর
রামাল্লা থেকে বার্তা সংস্থা ওয়াফা মঙ্গলবার(২১ নভেম্বর) জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ইসরাইল সেনাবাহিনীর সদস্যরা ও পুলিশ বিভিন্ন স্থানে রেইড দিয়ে ৪৫জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে চলাকালে জেনিন শহরে ১২জন,জেরুজালেমে ৫জন যুবক,রামাল্লা থেকে ৯জন, জেরিকো ও নাবলুস থেকে ৩জন করে এবং বেথেলহাম থেকে ৫জন ও হেবরন থেকে ৮জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।
গাজা ও পশ্চিমতীরের মধ্যেবর্তী স্থানে দখলদার রাষ্ট্র ইসরাইলের অবস্থান।
এদিকে গাজার বেশ কয়েকটি শরণার্থী শিবির এলাকার ওপর সোমবার রাতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলী বাহিনী।
মধ্যগাজার নুসেইরাত শরণার্থী শিবির ও উত্তর গাজার শিবিরগুলোতে হামলায় কমপক্ষে ৮০জন নিহত ও বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রাণালয় এ তথ্য জানিয়েছে। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।
আরও পড়ুন : ইসরাইলি হামলায় লেবাননের দুই টিভি সাংবাদিক নিহত
বিএনএনিউজ২৪,ইসরাইল-ফিলিস্তিন,জিএন