18 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৩
Bnanews24.com
Home » ইসরাইলি হামলায় লেবাননের দুই টিভি সাংবাদিক নিহত

ইসরাইলি হামলায় লেবাননের দুই টিভি সাংবাদিক নিহত

আল-মায়াদিন টিভির সংবাদদাতা ফারাহ ওমর, ফটোগ্রাফার রাবিহ মামারি

ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননের দুই টিভি সাংবাদিক নিহত হয়েছে।মঙ্গলবার(২১ নভেম্বর) ভোরে তায়ার হারফা শহরে মিডিয়া ক্রুদের একটি গ্রুপের ওপর মধ্যপ্রাচ্যের বিষফোড়া ইসরাইলি বিমান বাহিনীর বোমা হামলায় দুই সাংবাদিকসহ তিনজন লেবাননের নাগরিক নিহত হয়েছেন। খবর ফিলিস্তিন বার্তা সংস্থা WAFA এর।

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ

লেবাননের সূত্র জানায়, আল-মায়াদিন টিভির সংবাদদাতা ফারাহ ওমর, ফটোগ্রাফার রাবিহ মামারি এবং নাগরিক হুসেইন আকিল নিহত এবং অন্যরা আহত হয়েছেন। ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ চলাকালে ইসরাইলি বিমান বাহিনী লেবাননে ও সিরিয়ায়ও প্রায়শ বোমা নিক্ষেপ করে।

সাম্প্রতিক সময়ে ইসরাইল লেবাননের সাংবাদিকদের লক্ষ্য করে প্রায়শ হামলা করছে। 
২১ নভেম্বর বিমান হামলার পর হতাহত সাংবাদিকরা ঘটনাস্থলে এভাবে পড়ে ছিলেন। -ছবি- ওয়াফা

সাম্প্রতিক সময়ে ইসরাইল লেবাননের সাংবাদিকদের লক্ষ্য করে প্রায়শ হামলা করছে।

বিএনএনিউজ২৪, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ, জিএন

Loading


শিরোনাম বিএনএ