25 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

বিএনএ, টাঙ্গাইল: দীর্ঘ ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে আসে।

এসময় উদ্ধারকারী রিলিফ ট্রেনের ক্রেনের বুম বিকল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে ম্যানুয়ালভাবে লাইনচ্যুত ট্রেনটির চাকাসহ বগিটি রেললাইনে উঠানো হয়।

পরে ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর ২টায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: চার বিভাগে হালকা বৃষ্টির আভাস

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌনে ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল। দুপুর ২টার দিকে লাইনচ্যুত ট্রেনটি অপসারণ করা হয়েছে। ৯ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ