17 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » সাভারে বিলুপ্তপ্রায় উল্লুক-বানরসহ পাচার চক্রের সদস্য গ্রেপ্তার

সাভারে বিলুপ্তপ্রায় উল্লুক-বানরসহ পাচার চক্রের সদস্য গ্রেপ্তার


বিএনএ, সাভার : সাভারে বিলুপ্তপ্রায় একটি বন্য উল্লুক ও একটি  বানরসহ মোঃ হাদিসুর রহমান (৪২) নামের প্রাণী প্রাচার চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ। সোমবার (২১ নভেম্বর) দুপুরে দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে, রোববার (২০ নভেম্বর) রাতে আশুলিয়ার নবীনগর থেকে প্রাণীসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মোঃ হাদিসুর রহমান কিশোরগঞ্জ জেলা থানার কাতিয়াচর এলাকার সুলতান মিয়ার ছেলে৷ তিনি বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।

ঢাকা জলা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হাদিসুর রহমানকে নিষিদ্ধ বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী একটি বানর ও একটি উল্লুকসহ আটক করা হয়।

তিনি বলেন, হাদিসুর বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য। সে চট্টগ্রাম থেকে প্রাণী দু’টি সাতক্ষীরা নিয়ে যাচ্ছিল বলে আমাদের জানিয়েছেন। তার বিরুদ্ধে এর আগেও বন্যপ্রাণী পাচার সংক্রান্ত মামলা রয়েছে। গ্রেফতার হাদিসুরের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ