22 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে শিশুকে যৌন নির্যাতন, এবার নারী ও শিশু নির্যাতন মামলা

মিরসরাইয়ে শিশুকে যৌন নির্যাতন, এবার নারী ও শিশু নির্যাতন মামলা

মামলা

বিএনএ,মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় ৩০ হাজার টাকায় ধামাচাপা দেয়ার চেষ্টা ব্যর্থ বিফল হয়েছে।এবার থানায় নারী ও শিশু নির্যাতন মামলা রুজু করা হয়। মামলায় মিরাজ উদ্দিন খান (৬৫) কে প্রধান আসামী করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে মিরসরাই থানায় নির্যাতিত শিশুর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। মিরসরাই থানা নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা নং ১৮ রুজু করেন।

অভিযোগে জানা যায়, গত শনিবার মাদ্রাসার বিরতির সময় কলম কেনার জন্য পাশের একটি দোকানে গেলে দোকানদার মিরাজ উদ্দিন শিশুটিকে দোকানের ভেতরের কক্ষে নিয়ে যৌন নিপীড়ন চালায়।

শিশুটির মা জানান, এর পূর্বেও একাধিক বার এমন ঘটনা ঘটিয়েছেন মিরাজ উদ্দিন খান। তখনও তাকে সতর্ক করা হয়েছিল।

স্থানীয়রা জানায়, পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ইউসুফ হারুন কে জানালে ইউসুফ হারুন তার অনুসারীদের নিয়ে একটি সালিশি বৈঠকের মাধ্যমে ৩০হাজার টাকা জরিমানা করে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরবর্তীতে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে থানা পুলিশের নজরে আসে। থানা পুলিশ নির্যাতিত পরিবার ও স্থানীয়দের সাথে যোগাযোগ করে ঘটনার সত্যতা পেয়ে নির্যাতিত শিশুর মায়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে মামলা রুজু করে।
মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শিশু কন্যাটিকে একাধিক বার যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ শনিবারের ঘটনায়ও জরিমানার মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা হয়েছে। যারা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে তারাও অপরাধী।অভিযুক্ত মিরাজের পাশাপাশি তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
মিরসরাই উপজেরা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, ইউপি মেম্বার সহ কয়েকজন সোমবার দুপুরে আমার সাথে দেখা করে বিষয়টি ব্যাখ্যা করতে চেয়েছে। এমন কুরুচিপূর্ণ বিকৃত মানসিক লোকের পক্ষে আমি কোন ব্যাখ্যা শুনতে চাইনা বলে তাদের তাড়িয়ে দিয়েছি।
বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ